নিজস্ব প্রতিবেদক: ওমানে আজ ৬ জুলাই (মঙ্গলবার) করোনাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জন। নতুন শনাক্ত ১৮২৪ জন।
দেশটিতে মোট রোগীর সংখ্যা ২৭৮,৫৬০ এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩,৩৩৯ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৪৬,৪৬৬ জন। সুস্থতার হাড় ৮৮.৫ পার্সেন্ট।
গত ২৪ ঘন্টায় ১৬১ জন করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিবিড় পরিচর্যা ইউনিট (icu)’ তে ৫১২ জনসহ মোট হাসপাতালে ১,৫২০ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রণালয় ও সুপ্রিম কমিটি এবং এমওএইচ কর্তৃক প্রদত্ত সামাজিক দূরত্বের নির্দেশাবলীর অনুসরণ করার জন্য সকলকে অনুরোধ করেছেন।
Drop your comments: