চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মুদি দোকানে ও চালের আড়তে খোলা বাজারের (ওএমএস) চাল ৪২ টাকায় বিক্রির প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২ নম্বর গেট এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত এসব চাল অবৈধভাবে বিক্রির প্রমাণ পায়।
উক্ত অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
জানা যায়, অভিযান চলাকালে ওই এলাকার আকতার সওদাগর মুদি দোকান থেকে সাত বস্তা এবং দোকানির দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার বাসস্টেশন এলাকার লোকমান স্টোরের একটি চালের আড়তে থেকে বিক্রির জন্য রাখা আরও ৬০ বস্তা ওএমএসের চাল জব্দ করা হয়।
তবে এ ঘটনার সঙ্গে জড়িত উপজেলার তালিকাভুক্ত ওএমএসের ডিলার ইউসুফকে আটক করতে পারেনি প্রশাসন।
অভিযানের খবর পেয়ে ডিলার ইউসুফ পালিয়ে গেছে জানিয়ে রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চবি ২ নম্বর গেইটের একটি মুদি দোকানে ও হাটহাজারী পৌরসভার লোকমান স্টোরের একটি চালের আড়তে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ৬৭ বস্তা (৩৩৫০ কেজি) ওএমএসের চাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, খাদ্য অধিদফতরের মাধ্যমে খোলা বাজারে বিক্রির জন্য কেজি প্রতি ১০ টাকার এসব চাল ৪০ টাকায় কিনে ৪২ টাকায় বিক্রি করছিলেন।
এর সঙ্গে জড়িত ডিলার মো. ইউসুফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।
উৎসঃ যুগান্তর