বাংলাদেশ বিমান বাহিনী সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে বিমান সেনা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্ত নিয়োগপ্রাপ্তদের প্রাথমিক ভাবে ৩৬ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হবে। এদের সম্ভাব্য যোগদান ২০২২ সালের ২৭ মার্চ।
প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ বিমান বাহিনী
ADVERTISEMENT
পদের নাম- বিমানসেনা
পদের সংখ্যা- নির্ধারিত না
কাজের ধরন- পূর্ণকালীন
কর্মস্থল- বাংলাদেশের যেকোনো স্থানে
আবেদন যোগ্যতা
-ADVERTISEMENT-
Ads by
১। কমপক্ষে এসএসসি পাস।
২। বয়সসীমা ১৬-২৬ বছর।
৩। বৈবাহিক অবস্থা – অবিবাহিত
৪। ওজন বয়স ও উচ্চতা অনুসারে।
৫। বুকের মাপ পুরুষ কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
৬। বুকের মাপ মহিলা কমপক্ষে ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি
৭। চোখ ৬/৬
আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://joinairforce.baf.mil.bd/ বিডি জবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
৩১ আগস্ট, ২০২১