![InShot_20220724_145049242](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220724_145049242-scaled.jpg)
ডোয়াইন জনসন, যাকে ‘দ্য রক’ নামে চেনে গোটা বিশ্ব। সর্বকালের অন্যতম সেরা পেশাদার কুস্তিগীর তিনি। রিং থেকে অবসর নিয়ে গত ছয় বছর ধরে হলিউড মাতাচ্ছেন। জনসনের পথ ধরে এবার রিং মাতাতে এসেছেন তার বড় মেয়ে সিমোন জনসন। পেশাদার রেসলিংয়ের জগতে অভিষেক ঘটেছে তার।
সম্প্রতি ডব্লিউডব্লিউইয়ের এনএক্সটিতে আভা রেইন নামে নিজের পারদর্শিতা দেখিয়েছেন সিমোন।
এদিকে বাবার পথে মেয়ের হাঁটায় উচ্ছ্বসিত ও গর্বিত ডোয়াইন ‘দ্য রক’ জনসন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের লেট নাইট টকশো সঞ্চালক জিমি কিমেলের সঙ্গে সাক্ষাৎকারে এ কিংবদন্তি রেসলার বলেন, ‘আমি আমার মেয়ে সিমোন নিয়ে গর্বিত। ডব্লিউডব্লিউইয়ের ফেডারেশন এনএক্সটিতে তার অভিষেক হয়েছে। শুরুতেই সে দারুণ পারফর্ম করেছে। সে মাইক নিয়ে রিংয়ে উঠেছিল, বেশ উদ্দীপ্ত ছিল। রেসলিংয়ে তার নামটাও দারুণ পছন্দ হয়েছে আমার। তার নাম আভা রেইন।’