![InShot_20230417_092254834](https://banglaexpressonline.com/wp-content/uploads/2023/04/InShot_20230417_092254834.jpg)
রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টর এলাকায় বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা খাতুন গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল ১০টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।’
Drop your comments: