গত সপ্তাহে চেলসির বিপক্ষে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।
এবার ম্যাচ শেষে মাঠেই ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। চলমান প্রিমিয়ার লিগে গতকাল মঙ্গলবার (১৮ মে) ফুলহামের বিপক্ষে ম্যানইউর ম্যাচ শেষে এভাবেই ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানান পগবা ও দায়ালো। সেই ঘটনার ভিডিওটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাস হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, খেলা শেষে খেলোয়াররা মাঠ প্রদক্ষিণ করার সময় ম্যানচেস্টারের এক ভক্ত পগবাকে এই পতাকাটি দেন। এরপর তিনি এবং আমাদ দায়ালো সেটি ওড়ান।
Drop your comments: