পুলিশের কড়া নজরদারি, ধরিয়ে দিতে পারলে পুরষ্কারের ঘোষণা দেয়ার পরও থামছে না ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। এবার ঢাকা থেকে আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে জসিম উদ্দিন নামে এক যুবক গুরুতর আহত হয়েছে। পেশায় তিনি একজন হকার। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রাথমিক চিকিৎসা নেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে আখাউড়া রেলসেকশনের পাঘাচং রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আখাউড়া রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতি শেষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের উদ্দেশ্য ছেড়ে আসে। রাত পৌনে ১০টার দিকে পাঘাচং স্টেশনে প্রবেশ পথে পিছনের দিকের দুই নম্বর বগিতে বাইরে থেকে দুর্বৃত্তরা পাথর ছোড়ে। ওই পাথরের আঘাতে জানালার পাশে বসে থাকা হকার জসিম উদ্দিন মাথায় আঘাতপ্রাপ্ত হয়।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে দ্রুত ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, খেলার ছলে হয়তো কেউ পাথর নিক্ষেপ করে থাকতে পারে। তবে এমন ঘটনা প্রতিরোধে স্টেশন এলাকায় জনসচেতনতা অব্যাহত আছে।