সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি ৫১৫ জন কারাবন্দীকে মুক্ত করার পর আজ রোববার (২৬ জুলাই) দেশটির উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম ২০৩ কারাবন্দীকে মুক্ত করার ঘোষণা দিয়েছেন।
এটর্নি জেনারেল ইসসাম ইসসা আল হোমাইদিন স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি এসময় বলেন, কারাবন্দীরা মুক্ত হয়ে নতুনভাবে নিজেদের সাজাবে। সুন্দর সমাজ বিনির্মানে নিজ নিজ স্থান থেকে সহযোগিতা করবে।
এদিকে কারামুক্তদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন বলে জানা গেলেও বাংলাদেশি কতো জন রয়েছেন তা জানা যায় নি।
Drop your comments: