তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একাধিক মাদক মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ।
বুধবার (১জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ঐ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র মতে জানা গিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশ জানতে পারে সিলেট মেট্টোর উপশহর এলাকায় পরোয়ানাভূক্ত একাধিক মামালার পলাতক এক আসামী অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইফতেখার ইসলামের দিক নির্দেশনায় ফাঁড়ি পুলিশের এএসআই মোশাহিদ কামাল সঙ্গীয় পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর১৩৩/১৭, জিআর ৩৩৪/১৭, এবং জিআর ১৯৯/১৯ (সদর) এর পরোয়ানাভূক্ত পলাতক আসামী মৌলভীবাজার সদর উপজেলার দাউদপুর (হামরকোনা) গ্রামের মৃত. আকাব উদ্দিনের পুত্র নিজাম উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই ইফতেখার ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। বর্তমানে আসামীকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।