অনলাইন ডেস্কঃ করোনা আতঙ্কের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে নিজ বাড়ি থেকে উর্মি আক্তার সিনথিয়া (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার এক মাস পেরিয়ে গেলেও এখনও উদ্ধার হয়নি উর্মি।
গত ৬ এপ্রিল নিজ বাড়ির উঠানে খেলা করার সময় শিশুটি হারিয়ে যায়। ওই দিন রাতেই নবীনগর থানায় একটি জিডি করা হয়। উর্মির বাবা মেয়ের সন্ধানদাতার জন্য ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
শিশুটির বাবা আজাহার আহম্মেদ বলেন, এক মাস হয়ে গেল আমার মেয়ে নিখোঁজ হয়েছে, এখনও পুলিশ আমার মেয়ের কোনো সন্ধান দিতে পারেনি। জানি না আমার মেয়ে এখন কোথায় আছে কেমন আছে। এখন আমার মনে হচ্ছে আমার মেয়েকে অপহরণ করা হয়েছে।
উর্মির মা সাবিনা বেগম আহাজারি করে শুধু একটি কথাই বলছিলেন, আজ এক মাস হয়ে গেল আমার কলিজার টুকরো আমার কাছ থেকে হারিয়ে গেছে। তোমরা ‘আমার মেয়েকে এনে দাও। আমার মেয়ে ছাড়া আমি বাঁচব না।’
রতনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বলেন, মেয়েটির সন্ধানে পুলিশের কোনো তৎপরতা আমরা দেখছি না। দ্রুত শিশুটিকে খুঁজে বের করার দাবি জানাচ্ছি।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ফারুক বলেন, আজাহারের পরিবারের সঙ্গে কারো কোনো দ্বন্দ্ব নেই।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য অতিরিক্ত পুলিশ সুপারসহ আমাদের একটি বিশেষ টিম গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে রতনপুর গ্রামের আতিকুর রহমান রাজু (২৫) ও খাগাতুয়া গ্রামের সিএনজিচালক মনির হোসেনকে (৪২) আটক করা হয়েছে।
উল্লেখ্য, আজহার আহম্মেদ তার স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন। ঘটনার দেড় মাস আগে পরিবার নিয়ে বাড়িতে আসেন।
উৎসঃ যুগান্তর