দুদিনের ব্যবধানে বলিউডে দুই তারকার পতন। বুধবার ক্যানসারের সঙ্গে লড়াই করে চলে যান ইরফান খান। তার মৃত্যুর একদিন কাটতে না কাটতেই বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমান ঋষি কাপুর। বলিউডের এই দুই কিংবদন্তির একটি ভিডিও ভাইরাল হলো অনলাইনে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, ইরফান ও ঋষির মৃত্যুর পর এবার ভাইরাল হতে শুরু করেছে তাদের ভিডিও। ‘ডি ডে’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তারা। এই দুই অভিনেতার মৃত্যুর পর এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ডি ডো-র একটি ক্লিপিংস। সেই ক্লিপসে দুজনকে একসঙ্গে দেখা যায়।
আজই শেষকৃত্য সম্পন্ন হবে ঋষি কাপুরের। মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শশ্মানে হবে শেষকৃত্য। লকডাউনের মধ্যেও সব নিয়ম মেনেই বর্ষীয়ান এ অভিনেতাকে শেষ বিদায় জানানো হবে।
Drop your comments: