কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৩০পিচ ইয়াবাসহ দুই স্বেচ্ছাসেবকলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিন সাদুল্যা ঘটকের মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০পিচ ইয়াবাসহ বাচ্চু মিয়া (৩২) ও মেহেদী হাসান রঞ্জু (৩০)কে আটক করে ডিবি পুলিশ।আটক দু’জন চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির সদস্য।
বিষটি নিয়ে চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহবুবুর রশীদ বিপ্লবের সাথে কথা হলে তিনি জানান, বাচ্চু মিয়া ও মেহেদী হাসান রঞ্জু উপজেলা আহবায়ক কমিটি সদস্য।তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)’র ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: