কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎপৃষ্টে খলিল মিয়া (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দুই সন্তানের জনক পেশায় আইসক্রিম বিক্রেতা ছিলেন। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়নের ডোবারপাড় গ্রামের বাসিন্দা।
পরিবার জানায়, সোমবার সকালে ব্যাটারীচালিত ভ্যানগাড়িতে আইসক্রিম বিক্রি করতেন খলিল মিয়া। সোমবার সকালে বাড়িতে ভ্যানগাড়ীর ব্যাটারী চার্জ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Drop your comments: