![IMG_20200923_134652](https://banglaexpressonline.com/wp-content/uploads/2020/09/IMG_20200923_134652.jpg)
পাবনা-৪ আসনের উপনির্বাচনে রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক এক সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনসংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তবে এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি। এ সময় সাংবাদিকরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চান- বর্তমান নির্বাচন কমিশনের ওপর বিএনপিসহ বিরোধী অন্য রাজনৈতিক দলের আস্থা নেই। ইতোপূর্বে নির্বাচনে অনেক স্থানে রাতেই ভোট কেটে নেয়ার অভিযোগ উঠেছে। পাবনা-৪ আসনের উপনির্বাচনেও এমনটি হবে কিনা?
জবাবে নুরুল হুদা বলেন, ‘ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই।’ তিনি আরও বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এর পরও জীবন থেমে নেই। অনেক দেশ এর মধ্যেই নির্বাচন করছে, আবার অনেকেই করছে না। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে আমাদের কমিশন।’