কুড়িগ্রাম প্রতিনিধিঃ এবারের ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় মায়ে সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক স্কুল ছাত্রী।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।নিহত স্কুল ছাত্রী উপজেলার চর ফুলবাড়ি গ্রামের তৈয়জুদ্দিনের মেয়ে রুমা আক্তার (১৪)। সে ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসি জানায়, ঈদের জন্য নতুন জামা কিনে না দেওয়ায় তার মায়ের সাথে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই এলাকার ইউপি সদস্য মো. বাদশা মিয়া।
এব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এব্যাপারে রৌমারী থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
Drop your comments: