সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, হেফাজতে ইসলামে যারা আছেন, যারা একাত্তরে ঘাতক দালাল ছিলেন; তাদেরই বংশধর।
বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপিদলীয় প্রার্থীকে হেফাজতে ইসলামের সমর্থন জানানোর দৃষ্টান্তও তুলে ধরেন।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলামের নামে একটি স্মৃতি কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান।
কিশোরগঞ্জ জেলা যুব কমান্ডের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়।
এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।