![InShot_20220201_163805247](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/02/InShot_20220201_163805247-scaled.jpg)
ইসরায়েলি প্রেসিডেন্টের আসন্ন সফরের প্রতিবাদে উত্তাল তুরস্ক। সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর ইসরায়েলি কনস্যুলেটের বাইরে বিক্ষোভ করেন হাজারো মানুষ।
এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। তারা জানান, নিষ্পাপ শিশু হত্যাকারীদের কোনোভাবেই স্বাগত জানাবে না তুর্কিরা। গেলো সপ্তাহেই তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়েপ এরদোগান জানান, বাণিজ্যিক চুক্তির উদ্দেশ্যে ফেব্রুয়ারির মাঝামাঝি ইস্তাম্বুল সফর করবেন ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হারজগ। তার দাবি, এই সফরের মাধ্যমে দু’দেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচন হবে।
মূলতঃ ফিলিস্তিনের অধিকার আদায়ের দাবিতে বরাবর সোচ্চার অবস্থান নিয়ে আসছে তুরস্ক। এমনকি, ইহুদি রাষ্ট্রের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে আসছে তুর্কি প্রশাসন। সেই অবস্থান থেকে, ইসরায়েলের সাথে ১৯শ’ কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন চুক্তিতে যাচ্ছে দেশটি।