ফিলিস্তিন ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান সেরী মহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে এক বিশেষ ভাষনে বলেছেন, ফিলিস্তিনি নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি রাষ্ট্রের সহিংসতা অবিলম্বে বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ভূমিকা বা অক্ষমতা দেখে মালয়েশিয়া হতাশ হয়েছে। কারণ ফিলিস্তিনি নারী শিশুর ওপর নির্বিচারে ইসরায়েইলের এই ধরনের ভয়াবহ হামলাগুলো যুদ্ধাপরাধের শামিল, যা ১৯৪৯ সালের চতুর্থ জেনেভা কনভেনশন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।
রোববার মুক্তিকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহ এর সাথে ফোনে কথা বলার পর তার ফেইসবুক পেজে একটি স্যাটাস দিয়েছেন।
সেখানে তিনি বলেন, ফিলিস্তিনিদের সহায়তা ধারাবাহিকভাবে বাড়িয়ে দেয়ার জন্য এবং ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশায় তাদের পাশে থেকে উদ্বেগ প্রকাশের জন্য ইসমাইল হানিয়েহ মালয়েশিয়ানদের প্রতি তার গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফিলিস্তিনের লড়াইয়ে মালয়েশিয়ার সমর্থন প্রসঙ্গে প্রধানমন্ত্রী মহিউদ্দিন বলেন, মালয়েশিয়া ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তাদের লড়াই করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এমনকি তারা এই কঠিন সময়ের মুখোমুখি তখন মালয়েশিয়া তাদের পাশে রয়েছে।
তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘব করতে তাদের সব ধরনের সহায়তা বাড়ানোর উপায় অনুসন্ধানে মালয়েশিয়ার প্রতিশ্রুতি আবারো উল্লেখ করেছেন। দেশটির বেসরকারি সংস্থাগুলো (এনজিও) এবং মালয়েশিয়ার জনগন স্বতঃস্ফূর্ত ভাবে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর বর্বর হামলার প্রতিবাদ করছে ও ফিলিস্তিনকে সাপোর্ট করছে। ইতোমধ্যে ফিলিস্তিনিদের সহযোগিতার জন্য বেসরকারি ভাবে তহবিল সংগ্রহ করা শুরু হয়ে গেছে। পাশাপাশি সক্রিয়ভাবে মানবিক সহায়তার জন্য সবাইকে সংগঠিত করছে। এবং এই চ্যালেঞ্জিং সময়ে ফিলিস্তিনিদের সাথে সম্পূর্ণ সংহতি প্রকাশ করেছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রীর পাশাপাশি মালয়েশিয়ার রাজা আগামীকাল দেশজুড়ে মসজিদ ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের হেফাজতের প্রার্থনা করার জন্য নির্দেশ দিয়েছেন।