ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবস্থানস্থলের পাশে ড্রোন হামলা হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্র গভীর শোক নিয়ে যখন ৯/১১ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকী উদযাপন করছিল, তখন এই হামলা হয়। ইরাকের কুর্দি নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ প্রাথমিকভাবে বলেছিল- ওই বিমানবন্দরের কাছে তিনটি রকেট হামলা হয়েছে।
কুর্দিদের সন্ত্রাস বিরোধী বাহিনী দ্বিতীয় বিবৃতিতে বলে, বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা সেখানে কমপক্ষে ৬টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। গত বছর কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত এই বিমানবন্দরে বেশ কয়েক দফা হামলা হয়েছে।
এর মধ্যে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে কয়েকটি হামলা হয়েছে। পূর্বের এসব হামলার জন্য ইরানপন্থি শিয়া মুসলিম মিলিশিয়াদের দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। মুসলিমদের এই গ্রুপটি ইরাকের মাটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বাকি ২৫০০ সেনা সদস্য দেশত্যাগ না করা পর্যন্ত লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেছে। বর্তমানে ইরাকি বাহিনীকে সহায়তা করার জন্য সেখানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অবস্থান করছে আন্তর্জাতিক সামারিক জোটের কিছু সদস্য। তারা শনিবারের ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি।