
ইন্দোনেশিয়ার সমুদ্রতীর থেকে তোলা একটি বিশালকায় তিমির ছবি ভাইরাল হয়েছে। প্রাণীটি লম্বায় ৭৫ ফুট।
পরীক্ষার পর দেখা যায় ইতোমধ্যেই সেটি মারা গেছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ইন্দোনেশিয়ার বাসিন্দারা সমুদ্রের নীল তিমি দেখতে পাড়ে গিয়ে জমা হয়েছেন। নুনহিলার না বাতু কপালা সমুদ্রসৈকতে মৃত্যু অবস্থায় পাওয়ায় যায় ওই বিশাল তিমিটিকে।
বহু মানুষ এই অতিকায় জীবের মৃত্যুতে শোক প্রকাশও করেছেন।
Drop your comments: