ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। চলতি বছরের প্রবৃদ্ধির পূর্বাভাস, মাইনাস ১ দশমিক ৬ শতাংশ থেকে আরও নামিয়ে মাইনাস ২ দশমিক ২ ধরেছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ (IMF)।
অবশ্য আগামী বছর পরিস্থিতির মোড় ঘুরে যাওয়ার সম্ভাবনাও দেখছে সংস্থাটি। বলছে, সব ঠিক থাকলে হার বেড়ে যেতে পারে ৭ শতাংশ পর্যন্ত। করোনা মহামারির পর চীনের প্রকাশিত সাম্প্রতিক অর্থনৈতিক চিত্র সঠিক হলে, আঞ্চলিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা থাকবে দেশটির।
যদিও ভারত, ফিলিপাইন আর মালয়েশিয়ার পরিস্থিতি উদ্বেগজনক, বলছে আইএমএফ। এছাড়া প্রভাব পড়েছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধেরও। এ দশকের মাঝামাঝি পর্যন্ত ক্ষতির বোঝা টানতে হতে পারে বলেও শঙ্কা সংস্থাটির।
Drop your comments: