ইউরোপের দেশ ইতালির নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ হয়েছে। যাবে তিন বছরেই। দেশটিতে বৈধভাবে ১০ বছর থাকার পর যেকোনও অভিবাসী নাগরিকত্ব পেতে আবেদন জানাতে পারলেও বিভিন্ন জটিলতায় আরও চার বছর অপেক্ষা করতে হতো। ইতালি সরকার এই সময়সীমা চার বছর থেকে কমিয়ে তিন বছর করার সিদ্ধান্ত নিয়েছে।
সম্প্রতি ইতালির আইনসভা (কামরা) সংবিধান সংস্কার বিষয়ক কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা হয়েছে। শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে বৈধভাবে টানা ১০ বছর বসবাসের পর বিভিন্ন দেশের অভিবাসীরা আবেদন করার তিন বছরের মধ্যেই ইতালির নাগরিকত্ব লাভ করবেন।
১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি পাস হওয়া ইতালির আইনের ৯১ ধারা মতে, দেশটির নাগরিকত্ব পেতে আবেদন করার পর দুই বছর বা ৭৩০ দিন অপেক্ষায় থাকতে হতো। যেকোনও বিদেশি নাগরিক বিরতিহীন ১০ বছর ইতালিতে অবস্থানের পর আবেদন করতে পারেন।
কিন্তু ২০১৮ সালের ডিসেম্বরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতায়ো সালভিনি দুই বছর সময়কে বাড়িয়ে চার বছরে নিয়ে যান। এ কারণে অপেক্ষার সময় দুই বছর বেড়ে প্রবাসীদের জন্য ইতালির নাগরিকত্ব পাওয়া কঠিন হয়ে পড়ে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই ইতালিয়ান নাগরিকত্ব সংস্কার আইনের সালভিনি কর্তৃক অনুমোদিত প্রধান অংশগুলো সংশোধনের উদ্যোগ নেয়।
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ইতালির বর্তমান অবস্থান তৃতীয়। দেশটির পাসপোর্টধারীরা বর্তমানে ভিসা ছাড়াই ১৮৬টি দেশ ভ্রমণ করতে পারেন।
ইতালিয়ান পাসপোর্টের নিয়ম-কানুনে চারটি পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমানে তা চূড়ান্ত গেজেট আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। ইতালির নিয়ম অনুযায়ী, যেকোনও সংশোধনী আইনসভায় উত্থাপিত হওয়ার তারিখ থেকে সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে তা আইনে পরিণত হয়।