বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন ১২ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার। আজ বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে এ ‘চা চক্রে’র আয়োজন করা হয়। কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।
এতে অংশ নেন- মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো সেইজফ্রিড রেংলি, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ক্রিস্টোফার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো দি আসিস বেনেতিজ সালাস, জার্মানির ডেপুটি হাইকমিশনার জ্যান জেনোভস্কি, জাপানের ডেপুটি রাষ্ট্রদূত তাতসুয়া মাসিদা, সুইডেন দূতাবাসের কাউন্সিলর জ্যাকব ইতাত, ইতালি দূতাবাসের ডেপুটি প্রধান মাতিয়া ভেঞ্চুরা, ব্রিটিশ হাইকমিশনের কর্মকর্তা সাইমন লিভার, নেদারল্যান্ডসের ডেপুটি রাষ্ট্রদূত ম্যাটথিজিস জেল উডস্ট্রা।
জানা যায়, বাংলাদেশের আগামী নির্বাচনকে কেন্দ্র করেই ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে ‘চা চক্রে’র আয়োজন করা হয়। এতে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।