আবারও টাইব্রেকারে স্বপ্নভঙ্গ ইংল্যান্ডের। তাদের ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় ইউরো শিরোপা জিতলো ইতালি।
ইংল্যান্ড (০): সাকাকে রুখে দেন দোনারুম্মা।
ইতালি (০): জর্জিনহোর বিরুদ্ধে পিকফোর্ড দুর্দান্ত সেভ করেন ডানপাশে ঝাঁপিয়ে।
ইংল্যান্ড (০): সানচোকে বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন দোনারুম্মা।
ইতালি (১): বের্নার্ডেশচি মাঝামাঝি শটে জালে বল পাঠান।
ইংল্যান্ড (০): র্যাশফোর্ড বাঁ দিকের পোস্টে আঘাত করলেন।
ইতালি (১): বোনুচ্চি গোল করে ইতালির আশা জাগিয়ে রাখলেন।
ইংল্যান্ড (১): ম্যাগুইরেও সফল হলেন।
ইতালি (০): বেলোত্তিকে বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকান পিকফোর্ড।
ইংল্যান্ড (১): হ্যারি কেইন ডান পায়ের শটে বাঁ দিক দিয়ে জাল কাঁপান।
ইতালি (১): বেরার্দি বাঁ পায়ের বাঁ দিকের শটে পিকফোর্ডকে পরাস্ত করেন।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে। অতিরিক্ত সময়েও স্কোর একই থাকে। তাতে টাইব্রেকারে গড়ালো ম্যাচ।
ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ালো
১০৭ মিনিট- বের্নার্ডেশচির ফ্রি কিক মাঝ বরাবর ইংলিশ রক্ষণ দেয়ালের ওপর দিয়ে সোজা গোলমুখে। পিকফোর্ড ওই শট ফিরিয়ে দেওয়ার পরপরই বল গ্লাভসবন্দি করেন।
১০৩ মিনিট- ইনসিগনের বাঁকানো ক্রস কাছের পোস্টে বের্নার্ডেশচি পাওয়ার আগেই পিকফোর্ড সেভ করেন।
৯৭ মিনিট- লুক শর কর্নার বিপদমুক্ত হলেও কেভিন ফিলিপসের সামনে পড়ে। বক্সের বাইরে থেকে তার ডান পায়ের শট গোলবারের পাশ দিয়ে যায়।
লিওনার্দো বোনুচ্চি এক গোল শোধ দেন ইংল্যান্ডকে। তাতে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে। স্কোর এখনও ১-১।
ইংল্যান্ডকে চমকে দিয়ে সমতা ফেরালো ইতালি
৭৩ মিনিট- ইতালির দারুণ সুযোগ। ভেরাত্তির পাস ধরে বেরার্দির ভলি। পিকফোর্ড এগিয়ে এসে রুখে দেন তাকে।.
৬৭ মিনিট (গোল, ইতালি)- ইনসিগনের কর্নার কিক ইংলিশদের বক্সে ফ্লি করে মার্কো ভেরাত্তির কাছে। তার হেড পিকফোর্ড দারুণ সেভে ফেরত পাঠালেও লিওনার্দো বোনুচ্চি ছিলেন সামনেই। গোলকিপারের নিচ দিয়ে বল ঠেলে জালে জড়ান তিনি। স্কোর ১-১।
৬৪ মিনিট- ইংল্যান্ডের ব্যবধান বাড়ানোর সুযোগ। মাউন্ট ম্যাসনের কর্নার কিক জায়গামতো বল পেয়েছিলেন স্টোনস। তার হেড ছিল গোলমুখে, কিন্তু দোনারম্মা তা ক্রসবারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠান।
৬২ মিনিট- ইংল্যান্ডের তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চিয়েসা নিচু শট নেন লক্ষ্যে। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ সেভ করেন পিকফোর্ড।
৫৭ মিনিট- বাঁ দিক থেকে চিয়েসার নিচু ক্রস ট্রিপিয়ারের পায়ে লেগে বক্সে থাকা ইনসিগনর কাছে। বল ধরে কিছুটা এগিয়ে আড়াআড়ি শট নেন ইতালির ফরোয়ার্ড। সেখানে ইংলিশ গোলকিপার জর্ডান পিকফোর্ড বাধা হয়ে দাঁড়ান।
৫১- লরেঞ্জো ইনসিগনের ফ্রি কিক। ইতালি এবারও পারলো না সমতা ফেরাতে। শট চলে গেল গোলপোস্টের বাইরে দিয়ে।
৪৬- দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছে ইংল্যান্ড ও ইতালি। প্রথমার্ধে ৬২ শতাংশ সময় বল ছিল ইতালির পায়ে, গোল করার জন্য শট নিয়েছিল ৬টি। যেখানে ইংল্যান্ডের শট মাত্র একটি, যা ছিল জালে।
ফাইনালে এগিয়ে থেকে বিরতিতে ইংল্যান্ড
শেষ হলো ইউরো ফাইনালের প্রথমার্ধ। মাত্র ২ মিনিটের মধ্যে লিড নেয় ইংল্যান্ড। কিয়েরন ট্রিপিয়ারের ক্রস ধরে দূরের পোস্টে দাঁড়ানো লুক শ ইউরো ফাইনালের দ্রুততম গোল করেন। ইতালির আক্রমণে ধার ছিল না। প্রথমার্ধের শেষ দিকে চিয়েসার শট পোস্টের বাইরে যায়, আর সিরো ইম্মোবিলের ভলি ব্লক করে ইতালিকে হতাশ করেন স্টোনস।
৪৫+৪- লিওনার্দো বোনুচ্চির বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শট ক্রসবার থেকে অনেক উঁচুতে ছিল। ইতালির আরেকটি প্রচেষ্টা ব্যর্থ।
৪৫+১- জিওভান্নি ডি লরেঞ্জোর পাসে সিরো ইম্মোবিলের ভলি, স্টোনসের ব্লকে আবারও হতাশ ইতালি।
৩৫ মিনিট- চিয়েসা ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণে যান। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন। তা লক্ষ্যে ছিল না। তার নিচু ড্রাইভ ডানদিকের পোস্টের বাইরে দিয়ে যায়।
২৮ মিনিট- ইংলিশ রক্ষণের বাধায় কোনও পথ খোলা ছিল না ইনসিগনের। ৩০ গজ দূর থেকে লক্ষ্যে শট নেওয়ার চেষ্টা। বাঁ পোস্টের বাইরে দিয়ে বল মাঠের বাইরে।
১৮ মিনিট- ম্যাচে ফেরার চেষ্টায় ইতালি। কিছু পাসে আক্রমণে যাওয়ার চেষ্টা। যদিও ইংল্যান্ডকে তা দুশ্চিন্তায় রাখছে না।
৮ মিনিট- বক্সের বাইরে থেকে লরেঞ্জো ইনসিগনের ফ্রি কিক। তার ডান পায়ের শট ইংলিশ রক্ষণ দেয়ালের ওপর দিয়ে গেল ঠিকই, কিন্তু তারপর ক্রসবারের ওপর দিয়ে মাঠের বাইরে।
২ মিনিট (গোল, ইংল্যান্ড)- ঘড়ির কাটায় ম্যাচের সময় ১ মিনিট ৫৭ সেকেন্ড। লিড নিলো ইংল্যান্ড। ইউরোর ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলটি করলেন লুক শ। ডান দিক থেকে হ্যারি কেইনের বাড়ানো বলে কিয়েরান ট্রিপিয়ারের লম্বা ক্রস ধরে বক্সের সেন্টার থেকে গোল করেন। সোমবার তার ২৬তম জন্মদিন।
০ মিনিট- ইউরো ফাইনালের বাঁশি বেজেছে। মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড। ওয়েম্বলিতে ইংলিশদের উৎসাহ দিতে উপস্থিত হাজার হাজার দর্শক।