আবু নাসের খাঁন (পলাশ), কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বৃত্তির জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী এবং মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে থেকে আবেদনপত্র আহ্বান করেছে প্রশাসন।
বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতক (সম্মান) পরিক্ষা সম্পন্নকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে যারা সর্বোচ্চ সিজিপিএ/নম্বরধারী ছাত্র-ছাত্রীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেওয়া সিদ্ধান্তের আলোকে ইউজিসির বৃত্তি প্রদান করা হবে।
মেধাবী প্রতিবন্ধী শিক্ষার্থী ক্যাটাগরির ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩য়, ৫ম ও ৭ম সেমিস্টারে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাদের ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে তাদের মধ্যে থেকে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ/নম্বরধারীদের কাছ থেকে ইউজিসির মেধাবৃত্তির জন্য মনোনয়ন আহ্বান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী শিক্ষার্থীদের ফলাফল কপিসহ চলতি বছরের ১৪ই আগস্টের মধ্যে www.ugc.gov.bd ওয়েবসাইট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও পূরণ করে সকল কাগজপত্র বিভাগ ও সংশ্লিষ্ট অনুষদের মাধ্যমে রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখায় প্রেরন করতে বলা হয়।