ঢাকার আশুলিয়ায় দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় প্রবাসী বাবা ও তার ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে আশুলিয়ার ধামসোনা বাঁশবাড়ি ফুলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন আশুলিয়ার বাঁশবাড়ি ফুলেরটেক এলাকার মৃত আজাহার আলী সরকারের ছেলে হারুন অর রশিদ (৪৫) এবং তার ছেলে রিসালুর রহমান (২৬)। আহত বাবা-ছেলে উভয়েই সৌদিপ্রবাসী।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, হারুন ও তার ছেলে রিসালুর সৌদিপ্রবাসী। আশুলিয়ার বাঁশবাড়ি ফুলেরটেক এলাকায় তাদের ক্রয়কৃত জমিতে দু’তলা একটি ভবন রয়েছে। ওই ভবনের তৃতীয় তলার কাজ চলমান রয়েছে। সম্প্রতি একই এলাকার সেলিম ওই প্রবাসীর পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা না দিলে ভবন করতে দেয়া হবে না বলে হুমকি প্রদান করেন। মঙ্গলবার ভবনের তিন তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। দুপুরে সেলিম ও তার সাথে থাকা অজ্ঞাতপরিচিত ১০-১২ জনের একটি গ্রুপ এসে মিস্ত্রীদের কাজে বাধা দেয়। এ সময় প্রবাসী রিসালুর কারণ জানতে চান। সেলিম ও রিসালুরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সেলিম তার হাতে থাকা দা দিয়ে মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি মারধর করতে থাকেন। রিসালুরের বাবা বাধা দিতে আসলে তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার প্যান্টের পকেটে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। পরে আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় আহত রিসালুরের চাচা দেলোয়ার হোসেন অভিযোগ করেন।
আশুলিয়া থানার এসআই সবুর বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।