আজিজুর রহমান দুলালঃ করোনা মহামারীর কারনে গত দুই বছর বাংলার ঐতিহ্যে বাংলা নববর্ষ ১লা বৈশাখ বন্ধ থাকার পর আবারও মেতে উঠেছে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা বাসী।
বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ভবনের সামনে থেকে আলফাডাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের ছাত্র ছাত্রী, আসাদুজ্জামান বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দের, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বিশাল বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।
এ র্যালিতে অংশগ্রহন করেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালির আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক, পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার,থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন,প্রানী কর্মকর্তা ডা মোঃ আমীর হামজা,উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহম্মেদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, শেখ আকরামুজ্জামান (কুয়েতী) আকরাম, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক বলেন,করোনা মহামারীর কারণে গত দুই বছর নববর্ষ বরণের উৎসব পালন করতে পারি নাই। তবে এ বছর রোজার কারনে সংক্ষিপ্ত পরিসরে হলে নববর্ষ বরণের উৎসব পালন করতে পেরেছি। এ অনুষ্ঠানে আসার জন্য আপনদের সকলকে ধন্যবাদ জানাই।