আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ৫০ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।উপজেলার ২৭ টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতার ৪৭টি ইভেন্টে অংশগ্রহণ করেন।
১৮ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টায়
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার,চরডাঙ্গা মর্নিং স্কুল একাডেমির প্রধান শিক্ষক এটিএম মুন্নু মিয়া প্রমুখ।
এছাড়াও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ক্রীয়ামদী ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।উক্ত খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীয়া শিক্ষক রফিক হোসেন তালুকদার।