আজিজুর রহমান দুলালঃ” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই পতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সরকারিভাবে সারা বাংলাদেশের ন্যায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় শিক্ষকদের অংশগ্রহণে এক বিশাল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের করে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো খরশেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ এজাজ কাউসার প্রাথমিক শিক্ষা অফিসার প্রিতি কনা বিশ্বাস, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আবু তাহেরসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,এ বছরই সারা বিশ্বের ন্যায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ আওতাধীন বিভিন্ন দপ্তর ২৭ অক্টোবর ২০২২, দেশে শিক্ষক দিবস উদযাপনে উদ্যোগ নিয়েছে। শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটলেও শিক্ষার গুণগত মান অনেক নিচে অবস্থান করছে। এক্ষেত্রে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করতে হবে। যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের সম্মান, মর্যাদা উঁচুমাত্রায় রাখতে হবে।