আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।গতকাল বুধবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী
যুবলীগের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও কেক কাঁটা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়। র্যালিটি সদর বাজারের কয়েকটি স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা প্রদান করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জানে আলম জনি, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন পিকুল, অলক কুমার সাহা, বানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া, উপজেলা যুবলীগ নেতা মো. আশিকুর রহমান (আশিক), সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম (সরফেজ), সজিব মিয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা নওফেল আহমেদ প্রমুখ।