
আজিজুর রহমান দুলালঃ নানা উৎসাহ উদ্দিপনা দিয়ে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশিত পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর পুরুষ্কার বিতরণী ও সমাপনী ফাইনাল খেলার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আলফাডাঙ্গা পৌরসভা কতৃক আয়োজিত ৮দলীয় পৌর ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি (২৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকালে আলফাডাঙ্গা আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-১ এর সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান।
এই ফাইনাল খেলায় মাগুরা শক্তিশালী একাদশ বনাম চুয়াডাঙ্গা শক্তিশালী একাদশ এর মধ্যে ১-১ গোলে ড্র হওয়ায়, ট্রাইবেকারের মাধ্যমে ০৩- ০২ গোলের ব্যবধানে চুয়াডাঙ্গা জয়লাভ করে।
প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের সময় অনেক দিন পর এত বড় একটা খেলা উপহার দেওয়ার জন্য পৌর মেয়র সাইফুর রহমান সাইফারকে ধন্যবাদ জানান।