আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান জাহিদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে এবং উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ আমীর হামজার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক পর্যটনের চেয়ারম্যান জনতা মঞ্চের নেতা হেমায়েত উদ্দিন তালুকদার।
এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পৌর সভার মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহিন উদ্দীন, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, কৃষি অফিসার কৃষি বিদ রিপন, মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আউয়াল আকন এবং আলফাডাঙ্গার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলমান এ মেলায় ৩০টি স্টল রয়েছে। এছাড়াও সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এটি পরিচালনার দায়িত্বে আছেন সাংস্কৃতিকমনা ব্যাক্তি প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমীর হামজা।