আজিজুর রহমান দুলালঃ গত ৬ এপ্রিল মঙ্গলবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বেড়ির হাট বাজারে রঞ্জু সরদার ও মিজান সরদার গুরুপের মধ্যে মারামারি করার সংবাদ পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে আলফাডাঙ্গা থানায় নিয়ে আসে।
দাঙ্গা করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ১১ জনকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দাঙ্গার অপরাধে দোষী ব্যক্তিদের দন্ডবিধি ১৮৬০ এর ১৪৭ ধারায় ১। মোঃ মুনসুর শেখ ১০০০ টাকা,২। তারিকুল ইসলাম ২০০০ টাকা ৩।রবিউল ইসলাম ২০০০ টাকা ৪। সোহেল ১০,০০০ টাকা ৫। ওহিদুল ইসলাম ২০০০ টাকা ৬। হাফিজুর শেখ ৩০০০ টাকা ৭। রাসেল সিকদার ২৫০০০ টাকা ৮। লুৎফর গাজী ৫০০০ টাকা ৯। কুবাদ ২০০০ টাকা ১০। গোলজার আলী ২৫০০০ টাকা ১১। বকুল সিকদার ১০০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানান, দাঙ্গা করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ জনকে মোট ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এসব অভিযান অব্যাহত থাকবে।