আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান এর ব্যক্তিগত উদ্যোগে উপজেলা বিভিন্ন বাজারের বণিক সমিতির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২১ অক্টোবর সন্ধ্যা ৭টায় থানা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভায় বনিক সমিতির সদস্যদের সাথে আইন শৃংখলা,সাম্প্রদায়িক দাঙ্গা, মাদকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দৈনিক আমাদের সময় এবং অনলাইন বাংলা এক্সপ্রেস এর প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক সমকালের প্রতিনিধি ইকবাল হোসেন।
ওসি ওয়াহিদুজ্জামান বাজার বনিক সমিতির প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন,প্রতিটি বাজারে সিসি ক্যামেরা, নৈশপ্রহরী অবশ্যই রাখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে কাজ করবেন।
মতবিনিময় সভায় উপজেলার বণিক সমিতির প্রতিনিধিরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তার সমাধানের উপায় নিয়ে আলোচনা করেন।