আজিজুর রহমান দুলালঃ করোনার গুজব ছড়িয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ফরিদপুরের আলফাডাঙ্গায় কয়েকটি দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ৭ এপ্রিল( বুধবার) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মাহবুবুল ইসলাম আদালত পরিচালনা করেন।
আলফাডাঙ্গা সদররে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ীরা যাতে অনৈতিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, তা প্রতিরোধের জন্যই পুলিশ প্রশাসনের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
তবে পণ্যের দাম ঠিক রাখতে সরকারের কঠোর নজরদারির দাবি সাধারণ ক্রেতাদের।
অভিযান চলাকালে উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন, সাবেক সভাপতি কলেজ শিক্ষক মো. মোরাদ হোসেন তালুকদার, ক্যাবের সহ-সভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক আজিজুর রহমান দুলাল, আরিফুজ্জামান চাকলাদারসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।