
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাউল সংগঠনের নতুন কমিটি গঠিত হয়েছে। সুর আর সংস্কৃতি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে বাউল পাগল একদল আধ্যাত্মিক সাধকদের দল। তাদের আত্মার পরিচিতি লাভের জন্য ও উচ্চ পর্যায় মানব সভ্যতাকে গতিশীল করার লক্ষ নিয়ে সব ভেদাভেদ ভূলে বাউলেরা প্রমান করতে চায় সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই। মানুষ সৃষ্টির সেরা জীব। এটাকে প্রমান ও বিশ্বাসের স্থান থেকে উপজেলার বানা ইউনিয়নের বানায় গাঁয়ের বাউল শিল্পীরা একত্রিত এ কমিটি গঠন করেছে। প্রতি দুই বছর পর পর বাউল শিল্পীদের কমিটি গঠন করা হবে বলে সাংবাদিকদের জানান। তারই ধারাবাহিকতায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বানা বাজারে অবস্থিত বাউল সংগঠনের কার্য়ালয়ে গত
৪ ফ্রেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় দিকে বাউল সংগঠনের দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বাউল গীতিকার গাঁয়ের কবি বাবু অমরেন্দ্রনাথ কর, সাধারণ সম্পাদক বাউল ভক্ত ও মানব জমিনের প্রতিনিধি আলমগীর কবির,সহসভাপতি ইত্তেফাক পত্রিকার উপ-সম্পাদক ও বাউল ভক্ত জাকিরুল ইসলাম,ভোরের কাগজের প্রতিনিধি কবীর হোসেন, রিয়াজ মোস্তাফিজ ও কার্যকরী সদস্য বাউল শিল্পী চাঁন সরকারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।