ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা (অনুর্ধ্ব-১৭)গোল্ড কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণ করেন ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা।
সোমবার (৩১মে) বিকাল ৪টার সময় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশ এবং আলফাডাঙ্গা পৌরসভা শক্তিশালী একাদশ। এ খেলায় আলফাডাঙ্গা পৌরসভা শক্তিশালী একাদশ বুড়াইচ ইউনিয়ন ফুটবল একাদশকে ৫ শুন্য গোলে পরাজিত করে জয়লাভ করে। খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আসলাম হোসেন এবং ধারা ভাস্যকারে ছিলেন সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।এ খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্নমেন্টের খেলা উপভোগ করেন এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, আলফাডাঙ্গা সরকারী কলেজের অফিসার ইনচার্জ মোঃমনিরুল হক শিকদার, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আওয়াল আকন , আলফাডাঙ্গা সদর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার, যুগ্ন আহবায়ক শেখ কামরুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন প্রমুখ।