ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় আশিক রানা (১৬) নামে এক কিশোরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ৫নং বানা ইউনিয়নের কঠুরাকান্দি গ্রামের শরীফ হারুন অর রশীদের দ্বিতীয় তলা ভবনের নিচতলার এক কক্ষ থেকে আলফাডাঙ্গা থানা পুলিশ ও সিআইডি যৌথভাবে লাশটি উদ্ধার করে। মৃত আশিক রানা একই গ্রামের সৌদি প্রবাসী আলমগীর হোসেন শেখের ছেলে। আশিক ফরিদপুর মুসলিম মিশনের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
সরজমিনে জানা গেছে, হারুন অর রশিদের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ের সাথে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে কলহ চলে আসছে।
এ ব্যাপারে বানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত আশিকের কাকা জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাতিজাকে কৌশলে ডেকে নিয়ে হারুন গং হত্যা করেছে। প্রেমের বিষয় সম্পর্কে কিছুই জানেন না বলে তিনি দাবি করেন।
বানা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোকন ইসলাম (রাজ) বলেন, এলাকায় গুঞ্জন ছড়িয়েছে হারুন শরীফের মেয়ের সাথে আশিকের প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় পুলিশ হারুন শরীফের ছোট ভাই নজরুল শরীফ, তার মেয়েকেসহ ৫ জনকে ওই বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
জিজ্ঞাসাবাদের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ‘স্থানীয়দের নিকট থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনের পর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে মৃত্যু আসল রহস্য।’