আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৫ই আগষ্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পৌর মেয়র সাইফুর রহমান সাইফার পৌরসভার উদ্যোগে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন।
উপজেলা হলরুমে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে, প্রকৃত শারীরিক প্রতিবন্ধী ৮ জন ব্যক্তির মাঝে ৮টি হুইল চেয়ার তুলেদেন।
এ উপলক্ষে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহির সভাপতিত্বেঈক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ ও আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, থানা অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পৌর সভার ওয়ার্ড কমিশনার এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।