
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর গ্রামে পুকুরে পাওয়া গেছে পুরানো জরাজীর্ণ পরিত্যক্ত জংধরা গ্রেনেড।
শুক্রবার (১৭ জুন) বিকাল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর গ্রামে ইউনুছ শেখর বাড়ির দক্ষিণ পার্শ্বের পুকুরে কাজ করার সময় পুরাতন গ্রেনেড বস্তুটি পড়ে থাকতে দেখে। গ্রেনেডটি চিনতে না পেরে বাড়িতে নিয়ে যায়।
ইউনুছ শেখর ছেলে বুঝতে পারে এটি একটি পুরানো গ্রেনেড। ১৯ জুন ( রবিবার) সন্ধ্যা ৭টায় সময় আলফাডাঙ্গা থানায় নিয়ে এসে জমা দেয়।
স্থানীয় মানুষের ধারণা,উদ্ধার হওয়া গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়ে এটি পড়ে থাকতে পারে।
থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান জানান, ডিউটি অফিসারের নিকট এসে এক যুবক একটি পরিত্যক্ত গ্রেনেড জমা দেয়। গ্রেনেডটি নিরাপদের জন্য বালিভর্তি একটি বালতিতে করে থানায় হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়ে একটি সাধারণ ডাইরি করা হয়েছে।