আলফাডাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদী পানি বৃদ্ধি ও ভাঙন অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার মানুষ চরম বিপাকে রয়েছে।
৪ অক্টোবর (শনিবার) সকাল ১১টায় ২নং গোপালপুর ইউনিয়ন এবং ৪নং টগরবন্দ ইউনিয়নের মধ্যেবর্তী স্থান বাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ফরিদপুর জেলা সুপার আলিমুজ্জামান,
শনিবার ত্রাণ বিতরণের সময় পুলিশ সুপার বলেন, এই মুহুর্তে খাদ্যের কোন সংকট নেই। একজন ব্যক্তিও যাতে অনাহারে না থাকে সে দিকে লক্ষ্য রেখে দুর্গতদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ সহকারী পুলিশ সুপার (মধুখালি সার্কেল) সুমন কর,আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান নূরী বেগম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।