আজিজুর রহমান দুলালঃ গত ১লা জুলাই বুধবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৫ নং বানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে ঘুর্ণিঝড় আম্পানের চাল আত্মসাত এবং ভিজিডির তালিকায় নাম থাকা সত্তেও ১৩ জন নারীকে
চাল না দেওয়ায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার তাকে বরখাস্ত করেছে বলে তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃরাশেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,তিনি বলেন ঘূর্ণিঝড় আম্পানের চাল আত্মসাতের সাথে সম্পৃক্ত থাকায় এবং ভিজিডি তালিকায় নাম থাকা সত্ত্বেও ১৩ নারীকে চাল না দেয়ায় বুধবার বিকালে ফরিদপুর। রওজেলা প্রশাসন অফিসের মাধ্যমে জানা যায় বানা ইউপির চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, খুব দ্রুত এ আদেশ কার্যকর হবে।
১৬ই জুন ঘূর্ণিঝড় আম্পানের জন্য বরাদ্দ চাল আত্মসাত এবং ১৩ নারীকে ভিজিডি তালিকায় নাম থাকা সত্তেও চাল না দেওয়ায় চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবু ও ইউপি সচিব মুস্তাফিজুর রহমানকে দুই লক্ষ টাকা জরিমানা হয়, এগুলোর সত্যতা পাওয়ায় ইউপি সচিব মুস্তাফিজুর রহমান এর পর চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বাবুকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।