আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন ১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেনকে বিজয়ী করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২ টার সময় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সালেহা একাডেমিতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে মোঃ ফারুক হোসেনের পক্ষে আনারস মার্কায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর বৃন্দ,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সকল ইউনিয়ন পরিষদ এর মেম্বারদের সঙ্গে ভোট প্রার্থনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আব্দুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য , জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সাবেক বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি লিয়াকত সিকদার,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, ফরিদপুর পৌর সভার মেয়র অমিতাভ বোস,আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদ,পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফার সাইফার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, মেম্বারদের পক্ষে বক্তব্য রাখেন ওবায়দুর রহমান। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা উপজেলার আওয়ামী লীগের নেতা কর্মী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সোজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার।
মত বিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোঃ ফারুক হোসেনকে আনারস মার্কায় ভোট দিয়ে আগামী ১৭ অক্টোবর আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী মালা গলায় পরাবো ইনশাআল্লাহ।