আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা হলরুমে উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা
নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শামীম আহমাদ।
আগামী ২৬ ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে তিনটি ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ৩৭ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য ৯৫ জনের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
প্রতীক বরাদ্দের সময় প্রত্যেক ইউনিয়নের প্রার্থী-সমর্থকদের মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
এসময় উপজেলার ৩টি ইউনিয়নের ১৯ জন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ সম্পন্ন করা হয়েছে।
পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের ৪ জন প্রার্থীর মধ্যে এস এম মিজানুর রহমান (নৌকা),মো. আব্দুল হালিম শেখ (হাতপাখা),মো. আল মামুন মিয়া (চশমা),মো.খালিদ মোশারফ রঞ্জু পেয়েছেন (আনারস)।
টগরবন্দ ইউনিয়ন পরিষদের ৭জন প্রার্থীর মধ্যে এস এম কামাল হোসেন (রজনীগন্ধা),মিয়া আসাদুজ্জামান (নৌকা),মো. ইমাম হাসান শিপন (চশমা),
মো. তবিবুর রহমান (মোটরসাইকেল),মো. নাছির উদ্দীন আহমেদ (আনারস),রুহুল আমীন জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল) প্রতীক,এবং শেখ শাহীদুজ্জামান পেয়েছেন (টেলিফোন) মার্কা প্রতীক।
বানা ইউনিয়ন পরিষদের ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে যারা প্রতীক পেয়েছেন তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান মিয়া (জিল্লু) (নৌকা),কাজী হারুনার রশীদ (মোটরসাইকেল),মো. আব্দুল কুদ্দুস (আনারস),মো. আঃ কাদের শেখ (টেবিল ফ্যান),মো. নজরুল ইসলাম শরীফ (টেলিফোন),মো. হারুন অর রশীদ শরীফ (চশমা),মো. হুমায়ুন কবীর (ঘোড়া),এবং হাদী হুমায়ুন কবীর বাবুকে (অটো রিক্সা) প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা শামীম আহমাদ বলেন,সুষ্ঠু এবং সুন্দর ভাবে তিনটি ইউনিয়ন পরিষদের প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে।তবে কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তবে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে।