আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গার আলোচিত একাধিক মামলার আসামি পাখি সরদার (৩৭) নামের এক যুবক গরু চুরি করে পালিয়ে যাবার সময় আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। এসময় আবুল শেখ নামে তার আরও এক সহযোগী আটক হয়েছে।
পাখি সরদার উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামের মৃত হিরু সরদারের ছেলে।
এ ঘটনায় গরুর মালিক যোগিবরাট গ্রামের ইকরাম মোল্যার স্ত্রী পান্না বেগম বাদী হয়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।
রোববার দুপুরে আটককৃত ব্যক্তিদের ফরিদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কিছু দিন আগে যোগীবরাট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়। ওই ঘটনার হত্যা মামলায় পুরুষ শূন্য হয়ে পড়ে গ্রাম। এই সুযোগে ১০ জুন দুপুরে ইকরাম মোল্যার বাড়ির গোয়াল ঘরে বেধে রাখা একটি গাভি পাখি সরদার ও অপরসহযোগী আবুল শেখ চুরি করে নিয়ে পাশ্ববর্তী মোহাম্মাদপুর উপজেলায় পালিয়ে যায়। ওই দিন রাতে সেখানকার স্থানীয় জনতা তাদের সন্দেহ করে। পরে গরুসহ তাদের আটক করে মোহাম্মাদপুর থানায় সোপর্দ করে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ শনিবার বিকেলে চুরি হওয়া গরু ও আটককৃত ব্যক্তিদের থানায় নিয়ে আসেন।
ওসি মো.ওয়াহিদুজ্জামান জানান, গরু চুরির ঘটনায় দুই ব্যক্তিকে মোহাম্মাদপুর থানা থেকে আলফাডাঙ্গা থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত পাখি সরদারের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।