আজিজুর রহমান (জেলা) প্রতিনিধিঃ গত ১৪ই মার্চ রবিবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার কুটুমবাড়ির কফি হাউজসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম।
আলফাডাঙ্গা পৌরসভার কুটুমবাড়ি কফি হাউজে বাসি-পঁচা খাবার রাখার কারণে দুলাল মন্ডলকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এর আগেও কুটুমবাড়ির কফি হাউজে কয়েকবার অভিযান চালিয়ে দুলাল মন্ডলকে গ্রেপ্তার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
এদিকে আলফাডাঙ্গা উপজেলার কঠুরাকান্দি নতুন বাজারের ঔষধের দোকানে বৈধ কাগজ পত্র না থাকায় এবং যৌন উত্তেজক ওষুধ রাখার দায়ে মেহেদী হাসান নামে এক ভূয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা এবং জনসম্মুখে অবৈধ ওষুধগুলো জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
অপরদিকে পাচুরিয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারের রাস্তার পাশে গাছ ফেলে রাখার অপরাধে জিল্লু শেখ নামে এক গাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল সাংবাদিকদের বলেন,বিভিন্ন অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এই তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলফাডাঙ্গা উপজেলার সকল এলাকাতে এ অভিযান চলমান থাকবে।