![InShot_20220409_151520296](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/04/InShot_20220409_151520296-scaled.jpg)
আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ ইউনুছ আজাদের বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (৯ এপ্রিল) সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সাবেক ইউনিয়ন পরিষদের হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান আহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক আওয়ামী লীগের সভাপতি, সমাজ সেবক সোলায়মান আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মাসুদ মাষ্টার, হিটান্ত কুমার ঘোষ, এনামুল খান (সচিব বিড়াইচ ইউনিয়ন), আবু বক্কর সিদীকী সাবেক সদস্য সদর ইউনিয়ন পরিষদ, জসীম মাষ্টার, শরিফুল ইসলাম সদস্যসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
ইউপির চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ বলেন,২০১২ সাল থেকে ইউনুছ আজাদ আমার ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করে আসছে। সে আমার টাই বিশস্ত ছিল যে লক্ষ লক্ষ টাকার চেকে সই করে রেখে দিয়েছি, কোন কারনে আমি এলাকার বাহিরে গেলে আমার অনুপস্থিতিতে সে আমার হয়ে বিভিন্ন কাজ করেছে। চেয়ারম্যান আছে কি নাই কেউ বুঝতে পারে নাই। সে তার এলাকায় যাওয়ার কারনে আমি তাকে রাখার চেষ্টা করি নাই। তার জন্য দোয়া করি সে যেখানে থাকুক ভাল থাকুক।
সচিব ইউনুছ আজাদ তার ১০ মিনিট কথা বলার সময় নিজে কাঁদলেন এবং সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন যুবলীগের নেতা সাজ্জাদ হোসেন পিকুল।