আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৪২নং চরকাতলাশুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃমশিয়ার রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ এস,এম,সি নির্বাচিত হওয়ায় ১লা সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে এক সংবর্ধনার আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার প্রীতিকণা বিশ্বাস সহকারী উপজেলা শিক্ষা অফিসার লাবনী রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন চরকাতলাশুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃমশিয়ার রহমানের হাতে ক্রেষ্ট তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিয়াবুল ইসলাম শিহাব,চরকাতলাশুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানারা বেগম,চরখোলাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআলমগীর খাঁন, চরকাতলাশুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, এবং সহকারী শিক্ষিকা জাকীয়া শুলতানা।