আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান এর পদত্যাগের দাবিতে পুনঃরায় বিক্ষোভ করেছেন উপজেলার
বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় “আলফাডাঙ্গার ঠিকানায় – দূর্নীতির যায়গা নেই, হই-হই –
রই-রই – নাজমুল পালায় গেলি কই” ইত্যাদি লেখা বিভিন্ন পেকার্ড ও ব্যানার নিয়ে উপজেলা স্বাস্থ্য
কমপেক্সের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা ডা. নাজমুল হাসানের পদত্যাগের ১
দফা দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ও তাঁর অনিয়ম-দূর্নীতি তুলে ধরে বক্তব্য দিতে থাকে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর ডাঃ নাজমুলের পদত্যাগের দাবীতে হাসপাতাল ঘেরাও করার কথা শুনে
১১ সেপ্টেম্বর রাত ১২টা ৫৩ মিনিটে রাতের আঁধারে জর“রি ভিত্তিতে ১ সপ্তাহের ছুটি দেখিয়ে
হাসপাতাল ছেড়ে পালিয়ে যান।
গোপন সূত্রে ছাত্রছাত্রীরা জানতে পেরে যে, ২১ সেপ্টেম্বর ডা. নাজমুল হাসান ১ সপ্তাহ ছুটি শেষ করে
পুনরায় হাসপাতালে যোগদান করেছেন। এ সংবাদের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা পূনরায় বিক্ষোভ মিছিল
নিয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা। ডাঃ নাজমুল হাসানের পদত্যাগ না করা
পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
পদত্যাগ ও অনিয়মের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একজন ক্লিনিক মালিক বলেন,
‘ডাঃ নাজমুল হাসান আমাদের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন। না দিলে ক্লিনিক বন্ধের হুমকি
দিতেন।্থ এ ছাড়া দীর্ঘ ১১ বছর ধরে এই হাসাপাতালে চাকরির সুবাদে সব ধরনের অনিয়ম-দূর্নীতির আখড়ায় পরিণত করেছেন স্বাস্থ্য কমপেক্সকে।
আজকের আন্দোলনের পরে এ ব্যাপারে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, ডাঃ নাজমুল
হাসান আলফাডাঙ্গা চাকুরিতে যাবেন না। এ ব্যপারে নিশ্চিত থাকেন। এ প্রতিশ্রুতি পেয়ে শিক্ষার্থীরা
হাসপাতাল ত্যাগ করে মিছিলটি বাজার প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি
স্মারক লিপি প্রদান করে।