আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ইট ইটভাটার শ্রমিক অমরজিৎ মন্ডল (১৫) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শ্রমিক অমরজিৎ মন্ডলের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার, আশাশুনি উপজেলার মুরারি কাঠি গ্রামে। অমরজিৎ মন্ডলের মা অপরাজিতা মন্ডল একই ভাটায় শ্রমিকের কাজ করতেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) অমরজিৎ মন্ডলের মাতা অপরাজিতা মন্ডল জানান আমি এবং আমার ছেলে, আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা হাঁটি কুঠুরাকান্দি মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকদের কাজ করি।
থানার মায়ের লিখিত আবেদনে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায়, রাত আনুমানিক ২ টার সময় আমার ছেলেকে সাপে কামড়ালে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে আলফাডাঙ্গা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে
ভোর সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু তাহের সাংবাদিকদের জানান, যেহেতু সাপে কামড়ে মৃত্যু হয়েছে, পরিবারের কোন অভিযোগ নাই সে ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্রের মাধ্যমে লাশ নিতে পারবেন।